Duration: 5 Min.
কমিউনিটি ক্লিনিকে একজন সিএইচসিপির পাশাপাশি স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং কোথাও কোথাও এনজিও কর্মী ও স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করছেন।
বর্তমানে এদের পাশাপাশি 5-7 জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার বা এমএইচভি কাজ করছেন ।
এছাড়া সংলগ্ন এলাকার জনগণ কমিউনিটি গ্রুপ বা সাপোর্ট গ্রুপ এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
এই সকল তথ্য প্রতিটি কমিউনিটি ক্লিনিকের এডমিন প্লাটফর্মে সংযুক্ত করার পদ্ধতি ভিডিওতে আলোচনা করা হবে।
Google Chrome ব্রাউজার ব্যবহার করে কমিউনিটি ক্লিনিকের ওয়েবসাইট http://www.communityclinic.gov.bd Major Component এ ক্লিক করে Measuring Health Outcomes অপশন টি সিলেক্ট করলে পরবর্তিতে Health card (কার্ড) & Services অপশনটি আসবে। এখন এই অপশনটি সিলেক্ট করলে ডান সাইডে Admin & Service Panel আসবে, তাতে ক্লিক করলে লগইন পেজে যাওয়া যাবে।
CHCP দেরকে কমিউনিটি ক্লিনিকের HRIS আইডি যেমনঃ cc10010870@dghs.gov.bd এবং তাদের নির্ধারিত পাসওয়ার্ড dghs1234 ব্যবহার করে login করতে হবে। পাসওয়ার্ড পরবর্তীতে পরিবর্তন করা যাবে।
শুরুতেই কমিউনিটি ক্লিনিকের প্রোফাইল আসবে। মেনুতে প্রতিটি অপশন পূরন করলে প্রোফাইল তৈরি হবে
প্রথমত ADD Worker এ ক্লিক করতে হবে, Health worker type সিলেক্ট করতে হবে। Health worker এ তিন প্রকার অপশন আছে যা থেকে নির্দিষ্ট অপশন সিলেক্ট করতে হবে।
যেমনঃ Health Assistant, Family Welfare Assistant এবং other health worker।
Health Assistant সিলেক্ট করে তবে তার নাম ও মোবাইল নাম্বার দিয়ে save করে নিতে হবে।
একইভাবে Family Welfare Assistant সিলেক্ট করে নাম ও নাম্বার দিয়ে save করে নিতে হবে।
কমিউনিটি ক্লিনিকে অন্য কোন এনজিও কর্মী কাজ করলে তার তথ্য প্রদানের জন্য other Health worker এ ক্লিক করে তথ্য দিয়ে save করতে হবে।
দ্বিতীয়ত হোম পেজ Add New Multipurpose Volunteer ক্লিক করে এমএইচভিদের আইডি তৈরি করতে হবে। এক্ষেত্রে নাম, ই-মেইল, ইউজার নেম, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে Save বাটন এ ক্লিক করতে হবে.
আইডি তৈরির সময় যে ই-মেইল নম্বর দেয়া হবে সেই ইমেইলে তথ্য সংগ্রহকারীর
লগইন আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
এমএইচভিদের আইডি তৈরি করার সময় প্রথমে সিসির কোড, তারপর @mhv. ও নম্বর দিতে হবে, যেমনঃ cc10001111@mhv.3।
পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সেটি যেন জটিল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন- dghs1234, দেয়া যেতে পারে, যা পরবর্তীতে পরিবর্তন করা যাবে।
“Edit” এ ক্লিক করে এমএইচভি এর তথ্য এডিট করে “Save Changes” এ ক্লিক করতে হবে । তবে “User Name” পরিবর্তন করা যাবে না।“Reset Password” এ ক্লিক করে এমএইচভি এর পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।
“Reset Password” এ ক্লিক করলে নতুন পাসওয়ার্ড লেখার অপশন আসবে।নতুন পাসওয়ার্ড লিখে “Reset Password” এ ক্লিক করে সেভ করতে হবে।
তৃতীয়ত Home পেজ থেকে Add CG/CSG ক্লিক করে Community group member এবং community support group টাইপ সিলেক্ট করতে হবে। Community group অথবা Community support group 1-3 সবগুলোর প্রয়োজনীয় তথ্য নাম ও মোবাইল নাম্বার দিয়ে save করে নিতে হবে।
একটি কমিউনিটি ক্লিনিকের ৫-৭ জন এমএইচভিদের কাজের অগ্রগতি বা তথ্য সংগ্রহকারীদের প্রতিবেদন দেখার জন্য Report এ ক্লিক করতে হবে।
সর্বমোট রেজিস্ট্রেশনের তথ্য, খানা সদস্য, মহিলা, পুরুষ ইত্যাদি দেখা যাবে।
নিবন্ধনকৃত সদস্যের তালিকা দেখার জন্য client এ ক্লিক করতে হবে । এরপর HouseHold এ ক্লিক করলে খানার তালিকা দেখা যাবে। আর Member এ ক্লিক করলে সদস্য তালিকা দেখা যাবে।
Details এ ক্লিক করলে বিস্তারিত দেখা যাবে।
এই প্লাটফর্মের মেনুবার থেকে visit এ ক্লিক করলে Service platform ওপেন হবে এবং এখানে রোগীদের সেবার তথ্য প্রদান করা যাবে।
কোন HA , FWA MHV বা NGO কর্মীর তথ্য পরিবর্তন করতে হলে। Update profile এ ক্লিক করতে হবে। MHV দের ক্ষেত্রে ID পরিবর্তন করা যাবে না। অন্যান্য তথ্য এবং পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। এভাবে admin platform টি পূরণ এবং হালনাগাদ করা যাবে।